সাম্প্রতিক বছরসমূহের (২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছর) প্রধান অর্জনসমূহ:
বাংলাদেশ এলডিসি পর্যায়ে উত্তরণের প্রেক্ষাপটে এবং ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার প্রাণীজ আমিষের (দুধ, ডিম ও মাংস) চাহিদা মেটাতে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ, সম্প্রসারণ ও জাত উন্নয়নক্ষেত্রে নানিয়ারচর উপজেলায় আশানুরুপ অগ্রগতি সাধিত হয়েছে।
বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ ও সম্প্রসারণে যথাক্রমে ১.৬৯, ২.০১ ও ২.১৯ লক্ষ গবাদিপশু-পাখিকে টিকা প্রদান করা হয়েছে এবং যথাক্রমে ০.৭১, ১.০৮ ও ১.০৯ লক্ষ গবাদিপশু-পাখিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
খামারির সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে যথাক্রমে ১৯০,২০০ ও ২৬৫ জন খামারিকে প্রশিক্ষণ প্রদানসহ যথাক্রমে ১৮, ১৮ ও ২৯ টি উঠান বৈঠক পরিচালনা করা হয়েছে।
নিরাপদ ও মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদনে যথাক্রমে ৪০, ৪২ ও ৪২ টি খামার/ফিডমিল/হ্যাচারি পরিদর্শন ও যথাক্রমে ২৫, ১৮ ও ২৫ জন মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) প্রশিক্ষণ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS